“আমি ইব্রাহীম
জান্নাত এবং জাহান্নাম এক সাথে বয়ে নিয়ে বেড়াই
আমি ইব্রাহীম
গভীর জলে সাঁতার কেটেছি
না পাওয়া সব প্রশ্নের উত্তর
আকাশে তারাদের মাঝে নক্ষত্রের দেশে
আলো আঁধারের মাঝে
পর্বত শিখরে
অন্ধকার কুপ আর সুড়ঙ্গের মাঝে,
ভয় আর শক্তির মাঝে
খুঁজে বেড়িয়েছি
খুঁজে পাওয়া সব উত্তর নিয়ে
বার বার ভেবেছি
আমি ইব্রাহীম
নিজেকে জাহান্নামে ঠেলে দিয়ে
সুখের জীবন কে ধ্বংস করেছি।
আজো কানে বাজে অটোম্যান সম্ররাজের উজিরে আজম ইব্রাহিম পাশার কথা গুলো !
(ফ্যাক্টঃ- সুলতান সুলেমান)
অটোম্যান সাম্রাজ্য তুর্কি