অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কুষ্টিয়ার ডায়নামিক পুলিশ সুপার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা কুষ্টিয়া :- অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কুষ্টিয়ার ডায়নামিক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। দিনটি ছিল ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর এক মহানায়কের কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে রাজসিক অভিষেক হলো এস এম তানভীর আরাফাত পিপিএম বার এর৷ জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পর তিনি কুষ্টিয়া জেলা পুলিশের আমূল পরিবর্তনের ধারণা মাথায় নিলেন৷ তিনি কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সকে নান্দনিক পুলিশ লাইন্স হিসেবে গড়ে তোলার জন্য সমস্ত অবকাঠামোকে ঢেলে সাজালেন৷ কুষ্টিয়া পুলিশ লাইন্স হয়ে উঠলো সবার জন্য মডেল পুলিশ লাইন্স৷

পুলিশের দুর্নাম ঘোছানোর জন্য তিনি সবার মধ্যে সততার বীজ বপন করতে সচেষ্ট হলেন৷ সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে নির্দেশ দিলেও যারা তাঁর কথা না মানার চেষ্টা করলেন তিনি তাদেরকে কুষ্টিয়া জেলা থেকে দূরে সরিয়ে দিলেন৷ তিনি নিজেকে মানবতার দূত হিসেবে মেলে ধরলেন৷ চিকিৎসাবঞ্চিত, শিক্ষা সুযোগ বঞ্চিত মানুষের প্রতি হাত প্রসারিত করে তাদের বঞ্চনার হাত থেকে তিনি রক্ষা করলেন৷ করোনার প্যানডেমিক সিচুয়েশন তিনি নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে উজাড় করে দিলেন সর্বত্র । যখন তার জয়জয়াকার ঠিক তখনই তার চাকুরী সময়ের মেয়াদপূর্তিতে তিনি বরিশাল মহানগর পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে বদলির আদেশ পেলেন আজ ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সকালে তাকে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে ভালোবাসায় সিক্ত করে রাজসিক বিদায় সংবর্ধনা জানানো হলো৷ এসএম তানভীর আরাফাত পিপিএম বার মহোদয় চিরদিন কুষ্টিয়া জেলা পুলিশ সহ কুষ্টিয়া জেলাবাসীর মনে দীপশিখা হয়ে জাজ্বল্যমান রইবেন৷ তিনি চলে গেছেন কিন্তু সবার মনে ফুলের সৌরভ রেখে গেছেন৷ আমরা কোনদিন ভুলবো তাকে কারন “তুমি যে গিয়াছো বকুলও বিছানো পথে৷”