অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম আর নেই। আজ রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি ছিলেন অ্যাডভোকেট মাহবুবে আলম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাঁকে আইসিইউতে নেয়া হয়।

বৃহস্পতিবার পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিলো কিন্তু শুক্রবার হঠাৎ তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেয়া হয়।

গেল ৪ঠা সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে, নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন।