এক কেজির দাম ২০ লাখ টাকা ! রেড লিস্ট – এর আওতায় হিমালয়ান ভায়াগ্রা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্থানীয় লোকজন বলেন কীরা জরি। আন্তর্জাতিক বাজারে নাম হিমালয়ান ভায়াগ্রা। অত্যন্ত দামী প্রজাতির   ফাঙ্গাস। ভারতে এই হিমালয়ান ভায়াগ্রা পাওয়া যায় একমাত্র উত্তরাখণ্ডে। এবার এই হিমালয়ান ভায়াগ্রা লাল তালিকাভুক্ত হল।  ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) জানিয়েছে, গত পনেরো বছরে এই ফাঙ্গাসের পরিমাণ কমেছে ৩০ শতাংশ। তাই হিমালয়ান ভায়াগ্রা রেড লিস্ট এর আওতায় আনা ছাড়া কোনও উপায় ছিল না। 

হিমালয়ের পার্বত্য অঞ্চলে আরও অনেক প্রজাতির ফাঙ্গাসের পরিমাণ কমে গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যার ফলে সেখানকার জীব বৈচিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।  চিন, নেপাল, ভুটানে প্রচুর পরিমাণে হিমালয়ান ভায়াগ্রা পাওয়া গেলেও ভারতের একমাত্র উত্তরাখণ্ডে এই ফাঙ্গাস দেখা যায়। তবে এই ফাঙ্গাস রেড লিস্ট এর আওতায় চলে আসায় এবার বহু মানুষ অসুবিধার মধ্যে পড়বেন। কারণ এই হিমালয়ান ভায়াগ্রা সংগ্রহ করে অনেক মানুষের রুটি রুজি চলে। স্থানীয় বাজারে এক