এ বছরে বাংলাদেশের আর মালয়েশিয়া যেতে পারছে না!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুজ্জামান সজীব স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহ আরও ৯ টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে (৫ সেপ্টেম্বর) মালয়েশিয়া সরকার এ নিয়ে মালয়েশিয়া ১২ দেশের নাগরিকের প্রবেশ নিষেধাজ্ঞা দিল।

৭ই সেপ্টেম্বর থেকে ৩১ডিসেম্বার পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ‌।আজ শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে একথা জানিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন,১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ নিষেধ ছিল।

মালয়েশিয়া গামী প্রবাসী শ্রমিক

আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ফিলিপাইন ,ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর। বৃহস্পতিবার আরো যে ৯ টি দেশের নাগরিকদের মানুষের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া তিনি লিখেছেন ।

যারা ছুটিতে এসেছিলেন তাদের আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে । ভিন্ন পথে না যাওয়ার অনুরোধ করেছেন।

মালয়েশিয়া না মেতে পেরে প্রবাসী শ্রমিক কষ্ট দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছে

প্রতিমন্ত্রী বলেন, এ’ সময় কেউ দালালের খপ্পরে পড়ে বা কারোর কথায় প্রচলিত না হয়ে মালয়শিয়া যাওয়ার চেষ্টা করবেন না করলে চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন । আমরা আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা চালিয়ে যাব এবং এ সিদ্ধান্ত পরিবর্তন হলে আবার জানিয়ে দিব।