কক্সবাজার পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজার পৌরসভার নির্বাচন সোমবার (১২ জুন)। এরই মধ্যে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। রোববার রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণ। ভোটের আগে শেষ মুহূর্তে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ জুন ) রাতে পৌরসভার ১০নং ওয়ার্ডের মোজাহারপাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণের সময় মো. ইসমাইল হোসেন নামে এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে, নির্বাচনী ১৭(গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার কাছে থাকা ২২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করেন।

কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এবারের নির্বাচনে পাঁচ প্রার্থী মাঠের লড়াইয়ে থাকলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাশেদুল হক রাশেদের মাঝে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।