চীনে কয়লা খনিতে দুর্ঘটনার ৪ মাস পর নিহতের খবর নিশ্চিত করলো প্রশাসন। দুর্ঘটনার পরও এতদিন যেসব শ্রমিকরা নিখোঁজ ছিলেন তাদেরই আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করলো কর্তৃপক্ষ। খবর টিভিপি ওয়ার্ল্ডের।
মূলত, চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় একটি কয়লার খনি আংশিক ধসে পড়ে। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়, পাওয়া যায় ৬টি মরদেহও। তবে নিখোঁজ বাকি ৪৭ জন শ্রমিকদের সম্পর্কে কোনো তথ্য এতদিন জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ৪৭ শ্রমিককে জীবিত উদ্ধারের আর কোনো সম্ভাবনা নেই। তাই তাদের নিহত ঘোষণা করা হয়েছে। এতে নিখোঁজদের পরিবারে যেটুকু ক্ষীণ আশার আলোও এতদিন জ্বলছিল, সেটিরও সমাপ্তি হলো।