কুষ্টিয়ার ভেড়ামারায় অস্ত্রসহ যুব আটক।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার ভেড়ামারায় জনতা সহযোগিতায় পুলিশ আগ্নেয় অস্ত্রসহ রমি( ১৬) কে আটক করেছে।

পুলিশও এলাকা সূত্রে জানা গেছে, সোমবার সকাল দশটার সময় ভেড়ামারা সি এন জি স্ট্যান্ডের পাশে মহিতের সি এন জি গাড়িতে রমির মটর সাইকেল এর ধাক্কা লাগলে দুই জনের মধ্যে তর্ক-বিতর্ক বেধে যায় এ সময় স্থানীয় লোকজন ছুটে আসলে রমি নিজের আত্মরক্ষার জন্য ব্যাগের মধ্যে থাকা বিদেশি পিস্তল উচিয়ে গুলি করতে চায়।

এ সময় জনতা সরে জায়। এই সুযোগে রমি অস্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাই। স্থানীয় জনতা দৌড়ে রমিকে বিদেশি পিস্তল সহ ধরে ফেলে। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমিকে একটি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি,ও ১ টি ম্যাগজিন সহ রমিকে আটক করে। এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অস্ত্রসহ আমরা রমি নামক একজনকে আটক করেছি।