কুষ্টিয়া পৌর নির্বাচনে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশা’র গণসংযোগ অব্যাহত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা :- কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কৃতি সন্তান, সজ্জন, মিশুক ও দলিল লেখক মোঃ সোহেল রানা আশা।

এলাকাবাসীরা বলেন, আমরা সুখে-দুঃখে তাকে পাশে পাই। লাহিনী এলাকায় কাউন্সিলর থাকলেও আমরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হই। তাই মোল্লাতেঘরিয়ায় সোহেল রানা আশা এর মত একজন ভালো, সজ্জন ও জনদরদী লোককে আমরা কাউন্সিলর হিসেবে দেখতে চাই।

শিশু, কিশোর, যুবকদের মাঝে আশা যেমন জনপ্রিয়, তেমনি মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য। করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র দিনমজুর রিকশাচালক গরিব-দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। দিনরাত নিরলস পরিশ্রম করে বিভিন্ন মহলে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন।

তার ব্যাপক উন্নয়নমূলক কাজ সহ অসহায়দের সাহায্য সহযোগিতায় স্বচ্ছতা থাকায় তাকে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে আশাকে নির্বাচিত করতে চাই। তার মধ্যে কোন লোভ-লালসা ও হিংসা-বিদ্বেষ না থাকায় তাকে আমরা কাউন্সিলর হিসেবে দেখতে চাই।

২১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল রানা আশা বলেন, আমি জনসেবা করার জন্য কাউন্সিলর হতে চাই, এখান থেকে আয় করার জন্য নয়। ২১ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন মাদকমুক্ত রাখতে চাই।

আমি পেশায় একজন দলিল লেখক। আমি সাধারণ মানুষ হয়ে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করছি। আমি দায়িত্ব পেলে বর্তমান সরকারের উন্নয়নের কাছে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আধুনিক উন্নত একটি ২১ নং ওয়ার্ড পরিনত করার চেষ্টা করব। আমি ২১ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাই।