কুষ্টিয়া ‘র দৌলতপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৪০৫ পিস ইয়াবা সহ আটক-১

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবাসহ, মাদক ব্যবসায়ী শাহাজামাল ওরফে ফনি (৪৩) কে আটক করেছে র‌্যাব। সে দৌলতপুর উপজেলার চকদৌলতপুর গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে। সোমবার দুপুর ২টায় র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্র জানায়, মাদক পাচার ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ডি এ ডি সিরাজুল ইসলাম’র নেতৃত্বে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অভিযানিক দল রোবাবার দুপুর ২.৩০টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাজামাল ওরফে ফনিকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে ৪০৫ পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের ৪ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। মাদক ব্যবসায়ী শাহাজামাল বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব । এদিকে তদন্ত করে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের আইনের আওতাধীন করার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে। এ বিষয়ে দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন মামলা রেকর্ড হয়েছে।