কুষ্টিয়া সরকারি কলেজের পরিত্যক্ত হোস্টেলটি এখন মাদকসেবীদের দখলে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা:- কুষ্টিয়া সহ আশেপাশের কয়েকটি জেলার প্রান কেন্দ্র ঐতিহ্যবাহী কুষ্টিয়া সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়। করােনা শুরুতেই গত মাৰ্চমাসে বন্ধ হয়ে যায় সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ছুটি বাড়ানাে হয়েছে কয়েক দফা ।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুবাদে বন্ধ রয়েছে বৃহত্তর কুষ্টিয়া সরকারি কলেজের পরিত্যক্ত হওয়া ভবনের সামনে অবস্থিত একটি মাত্র ছাত্র হােস্টেল। নেই শিক্ষার্থীদের আনাগােনা। এই সুযোগ নিয়েছে কুষ্টিয়া শহরের বখাটে ও মাদক সেবিরা লােক চক্ষুর আড়ালে হলে সন্ধ্যা নামার সাথে সাথেই বসে মাদক সেবিদের আড্ডা। যেহেতু সন্ধ্যা নামার সাথে সাথেই সীমিত হয়ে যায় মানুষের চলাচল। এই সুযোগ টাই গ্রহন করে মাদক সেবিরা। বখাটেদের ভয়ে অসহায় স্থানীয় বাসিন্দারা।আবার কুষ্টিয়া সরকারি কলেজের পকেট গেটেও ফোন মানিব্যাগ ছিনতাই হয়ে উঠেছে নিত্য নৈমত্তিক ঘটনা। কুষ্টিয়া সরকারি কলেজের কোন গার্ডও দেখা মেলেনা পরিত্যক্ত ছাত্র হােষ্টেলের দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সাংবাদিকদের জানায় মাদক সেবি ও বখাটেদের এমন তান্ডব অস্বস্তিকর। তারা মাঝে মাঝে বাসা বাড়ির ভিতর ঢুকে হাড়ি পাতিল, জামাকাপড় সহ বিন্নি জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছে।এমনি অবস্থায় তারা প্রশাসন ও কলেজ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সমস্যার সুরাহা দাবি করে। শঙ্কা জানায় অচিরেই ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মনজুর কাদির জানায় ভবনটি এখনাে পরিত্যক্ত ঘােষণা হয়নি। যার কারণে ভবনটি অপসারণ করা যাচ্ছে না । করােনাকালীন দীর্ঘ ছুটির কারণে কার্যক্রমটি পিছিয়ে আছে।