কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঢাকার ভেতরে গরু প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮-৩২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে

মানিক ঢাকা জেলা প্রতিনিধি:- আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার ভেতরে গরু প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮-৩২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে ।

রবিবার (২৬ জুলাই) কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক অনলাইন সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান ।

তিনি জানান, খাসির কাঁচা চামড়া সারাদেশে প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা ও বকরির চামড়ার মূল্য ১০-১২ টাকা নির্ধারণ করা হয়েছে

বাণিজ্যমন্ত্রী বলেন, “যথাসময়ে চামড়ায় লবণ দিতে হবে। লবণ দিয়ে চামড়া ঢাকা আনতে হবে। সেজন্য পর্যাপ্ত লবণ সরবরাহ করতে হবে।”

তিনি বলেন, “অভ্যন্তরীণ চামড়া পরিবহনে যাতে কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো চামড়া পাচার না হয় সেজন্য সীমান্তগুলোতে আরও নজরদারি বাড়াতে হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১ আগস্ট শনিবার সারাদেশে ঈদুল আজহা পালিত হবে।