গণ পরিবহন আইন না মানলে কঠোর ব্যবস্থা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- গণপরিবহনে নিয়মিত ভাড়া নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে বলে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তা না মানা হলে নেয়া হবে আইনি ব্যবস্থা

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ জি টি সি এ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় সংযুক্ত হন । এই সময় মন্ত্রী বলেন, অনেক পরিবহন নিয়ম মেনে গাড়ি চালায় করোনাকালে অনেক নিয়ম মেনে চলেছেন। কিন্তু কিছু কিছু পরিবহন যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজ থেকে গণপরিবহনে করোনাকালের জন্য সমন্বয় করা ভাড়া পরিবর্তন আগের ভাড়ায় ফিরেছে। জনস্বার্থে এবং যাত্রীদের স্বার্থে আমি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন। পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা কামনা করছি শত যাত্রী অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। মনে রাখতে হবে সাবানের পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার গাড়ীতে উঠার শুরুর আগেই এ পড়ে, পরিবহন ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে বলেও জানান। আর যারা পরিবহনের মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন ‌।