গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ২

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

এ সময় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি।শুক্রবার (৩০) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, প্রাইভেট কার চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেটকারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)।

তাদের সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্য অনুসারে মিজান মিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে পান্তাপাড়ার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাসটি আটক করা হয়েছে।