চাঁদপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন, ঘাতক আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চাঁদপুর জেলা প্রতিনিধি:-চাঁদপুরের মতলব উত্তরে ভাগ্নের ছুরিকাঘাতে খুন হলেন মামা মানিক হোসেন (২৫)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক আরিফ হোসেনকে (২২) আটক করে পুলিশ সোপর্দ করেছে।নিহত মানিক হোসেন (২৫) একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘাতক আরিফের বাবা-মায়ের সাথে মানিকের পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথাকাটাকাটি হতো।

ঘটনার দিন সকালে মানিক মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বাড়িতে ফিরলে আরিফের বাবা আনোয়ারের সাথে ঝগড়া হয়। এমন সময় উত্তেজিত হয়ে ভাগ্নে আরিফ ছুরি হাতে নিয়ে মামা মানিককে শ্বাসনালীতে উপর্যুপরি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মতলব থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘাতক ভাগ্নে আটক হয়েছে।

মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেয়া হবে।