জয়পুরহাটে আইফোনের দাবিতে নিমগাছে উঠে যুবকের অনশন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জয়পুরহাট জেলা প্রতিনিধি:-জয়পুরহাটের কালাইয়ে আইফোনের দাবিতে আল আমিন (২৫) নামে এক যুবককে নিমগাছে উঠে অনশন করতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট জেলা প্রতিনিধি:- জানা গেছে, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের উত্তর মাস্তর গ্রামের আহম্মদ আলীর ছেলে আল আমিন তার বাবার কাছে আইফোন কেনার জন্য টাকা চায়। তার বাবা টাকা দিতে রাজি না হলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী একটি নিমগাছের মাথায় চড়ে বসে সে।

এ অবস্থায় গ্রামের মানুষ জড়ো হতে থাকে এবং তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।আল আমিনের বাবা আহম্মদ আলী জানান, তিনি ভেবেছিলেন ছেলে হয়তো গাছ থেকে লাফ দিবেন এবং তাকে আর বাঁচানো যাবে না। কারণ, ছেলে কিছুটা মানসিকভাবে অসুস্থ।

পরে ফায়ার সার্ভিসের সহয়তায় তাকে অক্ষত অবস্থায় নামানো গেছে।উদ্ধারকাজে অংশ নেয়া কালাই উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, সংবাদ পেয়ে ওই যুবককে নিমগাছ থেকে নামিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।