আমিনুল ইসলাম জেলা প্রতিনিধি জামালপুর:- জামালপুরে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূ একসাথে ৪ বাচ্চা জন্ম দিয়েছেন মঙ্গলবার সকালে জামালপুর শহরে জিয়া হেলথ কম্প্লেক্স নামের একটা বেসরকারি হাসপাতালে ওই নারী এর দুটি ছেলে ও দুটি কন্যা সন্তান জন্ম দেন।
তিনি পারিবারিক সূত্রে জানা যায় মাদারগঞ্জ উপজেলার সোনারীতলা ইউনিয়নের সিং দহগ্রামের বেলাল মিয়ার স্ত্রী গর্ভবতী আনোয়ারা বেগম গর্ভবতী হলে ডাক্তার তাকে যমজ সন্তান হবে বলে জানান সোমবার রাত থেকে প্রসব ব্যথা শুরু হলে মঙ্গলবার সকাল ৯ টার দিকে জামালপুর শহরে অত্র ক্লিনিকে নিউজ আর এক ঘণ্টা অপেক্ষা করার পরেই কোন সন্তান না হলে ডাক্তারের পরামর্শ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম হয় এর আগে আনোয়ারা বেগমের আরও দুটি কন্যা সন্তান রয়েছে গাড়ি সার্জন ডা: সাজদা- ই- জান্নাত তনু বলেন আনোয়ারা বেগম আমাদের তত্ত্বাবধানে রোগী ছিল না দীর্ঘ প্রসব বেদনা নিয়ে যে সকাল ছয়টা হাসপাতলে ভর্তি হয় তার গর্ভে বাচ্চার পজিশন ঠিক ছিল না আমরা প্রাথমিকভাবে নরমাল ডেলিভারি চেষ্টা করি এবং অ্যাক্টিভ কন্যা সন্তান জন্ম দেয় তারপরে তাকে পরীক্ষা করে দেখা যায় নরমালে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই পরবর্তীতে আরও দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম দেয় আনোয়ারা বেগম তার চারটি সন্তান সুস্থ আছে নবজাতকের ওজন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকায় তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে