কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহ মহেশপুর থানার মাদক মুক্ত মহেশপুর গড়তে পুলিশের ভূমিকা প্রসংশনীয়।একের পর এক মাদক বিরোধী অভিযান চালিয়েযাচ্ছেন মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার চৌকশ পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৬/০৭/২০২০ তারিখ রাত ২টাই পাঁচবাড়িয়া গ্রামের মোঃ বল্টু হোসেন এর বসত বাড়ী তল্লাশি করে ২৪ বতল ফেনসিডিল সহ আসামী মোঃ শাহআলম(২৫), পিতা-মোঃ বল্টু হোসেন, সাং-পাঁচবাড়িয়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করেন।