নিজস্ব প্রতিবেদন:- তথ্য গোপন করে দুটি এনআইডি নেওয়ার জেকেজি হেলথকেয়ার এর চেয়ারম্যান সাবরিনার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার ইসি।
জানা গেছে, প্রভাবশালী এক ব্যক্তির রেফারেন্সে তথ্য গোপন করে ডাক্তার সাবরিনা দ্বিতীয়বার আইডি কার্ডে হওয়ার তথ্য পেয়েছে নির্বাচন কমিশনার ইসি। অসৎ উদ্দেশ্যে তিনি দুইবার ভোটার হয়েছেন বলে মনে করেন ।তবে ওই ঘটনায় সাথে কেউ জড়িত নয়, যদিও ওই রিপোর্ট গ্রহণ করেনি সচিব । আবারো রিপোর্ট দিতে বলা হয়েছে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঐ প্রভাবশালী ব্যক্তির নাম বলতে রাজি হয়নি, তবে জানা গেছে, ওই প্রভাবশালী ব্যক্তি যে সুপারিশ করেছিলেন, তখন সরকারের বিধিবন্ধ একটি সংস্থার প্রধানের দায়িত্বে ছিলেন। মেয়াদ শেষ হওয়ার কারণে তিনি এখন পদের নেই । এর আগে কীভাবে তিনি দুটি জাতীয় পরিচয় পত্র পেয়েছেন তা জানতে নির্বাচন কমিশনার কে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক । তার একটি এনআইডি জন্মতারিখ ১৯৭৮ অপরটিতে ১৯৮৩ ব্যবহার করা হয়েছে, দুটি এনআইডি কার্ডের স্বামীর নাম ভিন্ন বাবার নামের কিছু আংশিক মিল রয়েছে । করোনাভাইরাস এর টেস্ট টেস্ট না করে রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে ১২ ই জানুয়ারি গ্রেপ্তর করা হয়। সরকারি চাকরি থাকা অবস্থায় অনৈতিক ভাবে হাসপাতালের চেয়ারম্যান হওয়ায় সরকারী দায়িত্বপালন করাতে অবহেলা ও আইন ভঙ্গের অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয় স্বাস্থ্য দপ্তর থেকে।