দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে।
এ সময় তিনটি ইটভাটা থেকে ১১ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদলত ।
সোমবার (১৭ জানুয়ারি ) বিকালে কুষ্টিয়া র্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের নেতৃত্বে ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসানের সহযোগীতায় ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জেলার উপ-নির্বাহী পরিচালক কমল কুমার বর্মণ সেসময় উপস্থিত ছিলেন। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।
উপজেলার স্বরুপপুর এলাকায় বজলুর রহমান কটা ও একই এলাকার আব্দুস সাত্তারের ইটভাটায় ইটভাটা নিংন্ত্রণ আইনের ধারা ৪ এর লংঘনের দায়ে ৩ লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হয়।
এরপর উপজেলার দৌলতপুর থানা সংলগ্ন সোনাইকান্দি গ্রামে অবস্থিত জনৈক নজরুল ইসলামের ইটভাটায় একই ধারা লংঘনের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।