হেলাল উদ্দিন:- কুষ্টিয়ার দৌলতপুরে গোয়াল ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে একটি বসত ঘর পুড়ে গেছে। এ সময় বাড়ির মালিক সহ দুইটা গরু দগ্ধ হয়। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিনের বাড়িতে বসত ঘর লাগোয়া গোয়াল ঘরে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়। শেষ রাতের দিকে কয়েলের আগুন থেকে প্রথমে গোয়াল ঘরে আগুন লেগে যায়। এতে গোয়াল ঘরে থাকা গরু দগ্ধ হয়।এসময় জামাল উদ্দিন টের পেয়ে গরুকে বাঁচাতে গিয়ে সে নিজেও আগুনে দগ্ধ হয়। পরে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকা,টিভি,ফ্যান ও ঘরের সকল জিনিসপত্র পুড়ে যায়। আগুনে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে।
