দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু হানিফ (৪২) নামে এক চালকল শ্রমিক নিহত হয়েছে।
সে উপজেলার লক্ষীখোলা গ্রামের বজলু মন্ডলের ছেলে এবং আল্লারদর্গাস্থ বায়েজিদ রাইচ মিলের শ্রমিক।

পুলিশ ট্রাকসহ চালক জুয়েল (৩৬) কে আটক করেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে কাজে যাবার পথে আল্লারদর্গা পশুহাট সংলগ্ন হিসনা ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবু হানিফ প্রতিদিনের মত বাইসাইকেল যোগে কাজে যাবার পথে ঐ ব্রীজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে (ঢাকা মেট্রো-ট-১৪-০৪৫৬) ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনা স্থলেই হানিফ মারা যায়।খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।
দৌলতপুর থানার ওসি তদন্ত শাহাদত হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটক ট্রাক চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।