দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাটবীজ অফিসের অধীনে ১০০জন পাট চাষীর প্রশিক্ষন বাবদ ৫০০ টাকা সম্মানী থেকে ৫০ টাকা করে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
“উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের” আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত পাটবীজ প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়েনের ১০০জন পাট চাষীকে প্রশিক্ষন দেওয়া হয়।
এসময় পাটবীজ সহ বিভিন্ন উপকরন প্রদান করা হয় সেই সাথে চাষীদের সম্মানী বাবদ মাষ্টার রোলে ৫০০ টাকার স্থলে স্বাক্ষর নিয়ে ৪৫০ টাকা করে দেওয়া হয়েছে বলে কৃষকরা অভিযোগ করেছেন।
চাষীদের প্রশিক্ষন সম্মানী’র টাকা কর্তনের ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর উপজেলা পাটবীজ অফিসের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান। ছবির ক্যাপশন: দৌলতপুর উপজেলার পাটবীজ কার্যালয়।