দৌলতপুরে বিআরডিবি অফিসার সমীর কুমার সেন এর বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা রুর‌্যাল ডেভলপমেন্ট বোর্ড (বিআরডিবি) এর অফিসার সমীর কুমার সেন এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছে বিআরডিবি (ইউসিসি লি:) এর সভাপতি তানিয়া বিলকিস।তার লিখিত অভিযোগে উল্লেখ আছে, নির্বাচিত চেয়ারম্যান হওয়া স্বত্বেও দুরব্যবহার করা, সময়মত অফিসে না আসা, শুক্রবার ও শনিবার সরকারী ছুটির দিনে গ্রামের বাড়ী গিয়ে রবিবার সময় মত অফিসে না এসে বিকেলে অফিসে উপস্থিত হওয়া।

মহিলা সমিতির কমিশনের টাকা ঠিক সময়ে না দেওয়া, মাঠ পরিদর্শন না করে প্রজেক্ট থেকে নিয়মিত জ্বালানী খরচ উত্তোলন করা। অভিযোগে আরোও উল্লেখ আছে, ভোটের মাধ্যমে নির্বাচিত বিআরডিবি (ইউসিসি লি:) এর সভাপতি অফিসের প্রজেক্ট এবং আয় ব্যায় সম্পর্কে কোন প্রকার খোঁজ খবর নিতে গেলে বিআরডিবি অফিসার সমীর কুমার সেন তার সাথে অসদাচারান করে। এছাড়াও বিআরডিবি (ইউসিসি লি:) এর সভাপতি তানিয়া বিলকিসের সাথে খারাপ আচারনের প্রতিবাদ করায় তার স্বামী মোঃ আলাউল হক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কুষ্টিয়া জেলা সভাপতিকে অফিসে উপস্থিত হওয়ার দায় দেখিয়ে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে জেল দেওয়ার হুমকি দেন সমীর কুমার সেন।