দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়াার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিন্টু হোসেন বাটুল (৩৫) নামে একজনকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ হাসিব মেম্বরের লোকজন।

বীর মুক্তিযোদ্ধার সন্তান রিন্টু হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য দৌলতপুর থানায় এসেছেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন
বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান টেনশন মোড় এলাকায় এই খুনের ঘটনা ঘটে। নিহত রিন্টু হোসেন বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ঝন্টু’র ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাসিব মেম্বারের সাথে নিহত রিন্টু প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে মেম্বার নির্বাচন করেন।
সেই থেকে দু’জনের মধ্যে রেষারেষি চলে আসছিল।পরবর্তীতে নতুন করে হাসিব মেম্বার ও নিহত রিন্টুর পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিল। তারই ধারাবাহিকতায় বিএনপি নেতা হাসিব মেম্বারের নেতৃত্বে তার ক্যাডার বাহীনি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিন্টু’র ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।সেসময় স্থানীয়রাা রিন্টুকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, নিহত রিন্টু হোসেন বাটুলের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। বর্তমানে ঐই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।