ফরিদ আহমেদ:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে অবস্থিত লুৎফর রহমান কলেজিয়েট স্কুলে ফল উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে ফল উৎসবের উদ্বোধন করেন লুৎফর রহমান কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হুমায়ন কবীর জনি।এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ সামসুল আরেফিন সুলভ, মেহফুজ হাসান সুজন, সফিকুল ইসলাম রাজন। হুমায়ন কবীর জনি জানান, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষনীয় বিষয় সমুহ উপস্থাপন সহ আনন্দ, বিনোদনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ফলমুল সম্পর্কে সাম্যক ধারনা প্রদানের উদ্দেশ্যে আমরা নিয়মিত ভাবে নানা আয়োজন করে আসছি। তারই অংশ হিসাবে ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
