দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ের নবগঠিত দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন এর সাথে মঙ্গলবার( ২ ফেব্রুয়ারি ) দুপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নবগঠিত দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন কে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন দলিল লেখক দের উদ্দেশ্যে বলেন, সেবা গ্রহণকারী সাধারণ মানুষ যাতে হয়রানীর শিকার না হন সে বিষয়ে নজর রাখতে হবে।
মত বিনিময় কালে দলিল লেখক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইমারুল হোসেন, সামছুল হক, দেলোয়ার হোসেন, আবু হানিফ, জালাল উদ্দিন, বজলুর রহমান, নুরুজ্জামান, মমিনুল ইসলাম প্রমুখসহ সকল দলিল লেখক উপস্থিত ছিলেন।