মানিক কুমার দাস স্টাফ রিপোর্টার:- ধর্ষকদের ক্রসফায়ার দেয়ার পরামর্শ এক আইনপ্রণেতা ও কবির। ক্রসফায়ার সমর্থন, উৎসাহিত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল-বললেন আইনজীবীরা।
ধর্ষকদের ক্রসফায়ার দাবি করে আলোচনায় এক আইনপ্রণেতা ও এক কবি। যদিও পরবর্তীতে অবস্থান পাল্টে সংক্ষিপ্ত বিচারের দাবি তুলেছেন নির্মলেন্দু গুণ। মাহবুব উল আলম হানিফের দাবি, তিনি কখনই ক্রসফায়ার সমর্থন করেন না।
তবে দৃষ্টান্ত স্থাপনের জন্য দু’একজন ধর্ষককে ক্রসফায়ার দেয়া যেতে পারে। আইনজীবীদের মতে, ক্রসফায়ারকে সমর্থন কিংবা উৎসাহিত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
করোনাভাইরাস মহামারীর মধ্যেও ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ। সিলেটের এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের প্রসঙ্গ তুলে সম্প্রতি জড়িতদের সরাসরি ক্রসফায়ার দেয়া দরকার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
কিন্তু আইনপ্রণেতা হয়েও বিচারবহির্ভূত হত্যার পক্ষে কেন বলেছিলেন মাহবুব উল আলম হানিফ? ডেইলি বাংলাদেশ টুডে কে জানান, তার বক্তব্য আংশকি প্রচার করা হয়েছে, ক্রসফায়ারের পক্ষে নন তিনি।
মাহবুব উল আলম হানিফ জানান, আমার বক্তব্য পুরোপুরি প্রচার না করে আংশিক প্রচার করা হয়েছে। আমি বলেছি একসঙ্গে পাঁচ-সাতজন মিলে যদি কোন নারীকে ধর্ষণ করে এদেরকে পশু ছাড়া আর কিছু বলা যায় না। আমি আইনপ্রনেতা হিসেবে আইন বিরোধি কথা বলতে পারি না। আমি ক্রসফায়ার সমর্থন করি না। আমি বলেছি কিছু দৃষ্টান্ত স্থাপনের জন্য যদি ক্রসফায়ার দেয়া হয়,তাহলে এটি সমর্থনযোগ্য হতে পারে।
এমসি কলেজে ধর্ষণের রেশ কাটতে না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের খবরে ফুসে ওঠে দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানাতে গিয়ে ধর্ষকদের ক্রসফায়ার চান স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ।
কবি নির্মলেন্দু গুণ জানান,সবাই যখন এদের মৃত্যুদন্ড দাবি করেছিল সেই আবেগের মুহূর্তেই আমি একথা বলেছি। পরবর্তীতে ধর্ষণ বন্ধে নিজের অবস্থান পাল্টে ক্রসফায়ারের বদলে পাক্ষিক বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান দেশের অন্যতম প্রধান কবি।
সমাজবিজ্ঞানীরা বলছেন, বিচারহীনতা থেকে কোনভাবেই নিষ্কৃতি দিতে পারে না বিচারবহির্ভূত হত্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার বলেন, অনেকেই মনে করছেন যে ক্রসফায়ারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার নিশ্চিত করা যাবে। কিন্তু একটি বিচারহীনতার সংস্কৃতি দিয়ে অন্য একটি অপরাধকে নির্মূল করা যাবে না।
আইনজীবীদের মতে, ক্রসফয়ারকে সমর্থন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আপনি যখন আইন-শৃঙ্খলা বাহিনীকে বলছেন ক্রসাফায়ার করুক, তারমানে হচ্ছে আপনি আর বিচারের দিকে যাচ্ছেন না। তার মানে আপনি দেশের বিচার বিভাগকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন।আপনি প্রকাশ্যে বলছেন বিচার ব্যবস্থাকে মানছেন না। এটাও এক ধরণের রাষ্ট্রদ্রোহিতার শামিল।
বিচার ব্যবস্থাকে ডিঙিয়ে অপরাধের সাজা নিশ্চিতের উদ্যোগ নিলে রাষ্ট্রে আরও অস্থিরতা তৈরি হবে বলে হুঁশিয়ার করেন বিশেষজ্ঞরা।