ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রীসভায়!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলী হালদার স্টাফ রির্পোটার:- ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রীসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক


বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইনমন্ত্রী জানান,আগামী সোমবার (১২ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠকে আইন সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হবে।

এর আগে, গতকাল বুধবার (৭ অক্টোবর) আইনমন্ত্রী বলেছিলেন, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা যায় কি-না তা বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। বিষয়টি সরকার সর্বোচ্চ অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ আইন মানুষের জন্য।

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নির্যাতনের ভিডিও প্রকাশ, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণে ও দেশব্যাপী প্রতিদিনই ক্রমাগত ধর্ষণের ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ। যেখানে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি ও নারীর প্রতি নির্যাতন বন্ধে দ্রুত আইনি পদক্ষেপ চেয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ।