নদীতে রাইফেল হারানো সেই কনস্টেবল বরখাস্ত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে নদীতে রাইফেল হারিয়ে ফেলায় আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডুবুরী নামিয়ে চেষ্টার পরও গত দুই দিনেও রাইফেলটি উদ্ধার সম্ভব হয়নি।জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

বুধবার (২১ জুন) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, সোমবার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুলিশ কনস্টেবল আল-আমিন পা পিছলে ড্রেজারে পড়ে যায়। এতে তার সাথে থাকা রাইফেলটিও নদীর পানিতে তলিয়ে যায়।

প্র্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাইফেলটি উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু প্রবল স্রোতের কারণে উদ্ধার করা কাজ ব্যাহত হয়।