নন-এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সারাদেশে নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে আর্থিক অনুদান দেওয়া হবে। এরমধ্যে প্রত্যেক শিক্ষকরা পাবেন পাঁচ হাজার টাকা করে আর প্রত্যেক কর্মচারীরা পাবেন আড়াই হাজার টাকা করে।

মহামারী করোনা ভাইরাসের কারণে নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীগণ আর্থিক সংকটের ভেতর পড়েছে। আর্থিক সংকটের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এবং  কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাসমূহের নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন-এমপিও ভুক্ত কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক প্রত্যেকে পাঁচ হাজার টাকা হারে এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারী প্রত্যেকে আড়াই হাজার টাকা হারে সর্বমোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান পাবেন।এর আগে, প্রধানমন্ত্রী তহবিল হতে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুঃস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অন্তর্ভুক্ত করে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।