রনি আহমেদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- মাদক ব্যবসায় বাধা দেয়া নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফতুল্লার বাড়ইভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
মাদক ব্যবসায় বাধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ আহতদের। তারা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফেরদৌস ও জাহিদ মাদক বিক্রি করে আসছিলো। রাতে মাদক ব্যবসায় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা পাঁচজনকে কুপিয়ে আহত করে।
হামলায় আহত হয় আরও ১৫ জন। গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।