পারখুঙ্গ :- নিববন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গাদের মধ্যে নানা রকম সমস্যাই কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের কারণ বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
বুধবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, ওই সংঘর্ষের পেছনের অন্যান্য কারণও খতিয়ে দেখছেন তারা। ক্যাম্পের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ টহল অব্যাহত আছে।
গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।
এদিকে, বিকেলে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের।