ফরিদপুর জেলা প্রতিনিধি:– ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে একটি সেতু। বৃহস্পতিবার সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের বৈঠাখালি খালের ওপর নির্মাণাধীন সেতুটি ধসে পড়ে। এ ঘটনার পর ওই সেতুর ঠিকাদার ও শ্রমিকরা পলাতক রয়েছেন।
জানা যায়, গত ৬ মাস ধরে বৈঠাখালি খালের ওপর দুই কোটি ২৫ লাখ টাকার টেন্ডারমুলে ২৪ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন। আগামী ১ সপ্তাহের মধ্যে ঢালাই দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে খালের পানি বৃদ্ধি পাওয়ায় নিচ থেকে সাটারিং সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল।
বৃহস্পতিবার সকালে সেতুটি ধসে পড়ার খবরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। ঠিকাদার ও শ্রমিকেরা গা-ঢাকা দিয়েছেন।
কাওলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হোসেন দুদু মিয়া বলেন, নিম্নমানের কাজ ও ইঞ্জিনিয়ারদের দায়িত্ব অবহেলার কারণে নির্মাণাধীন সেতুটি ধসে পড়ে।
স্থানীয় করিম মিয়া বলেন, এদের দায়িত্বে অবহেলা ও বর্ষা মৌসুমে তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে এমনটা হয়েছে। এই ব্রিজের উচ্চতা কম দিয়েছে। বর্ষাকালে খালে পানি বাড়লে এই ব্রিজ পানির নিচে তলিয়ে যাবে।
এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আলীমুজ্জামান খান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।
ভাঙ্গা উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আক্তার হোসেন বলেন, দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে বৈঠাখালি খালের ওপর ২৪ মিটার দীর্ঘ একটি ব্রিজের কাজ শুরু করি। খালের পানির বেগ বৃদ্ধি পাওয়ায় এবং নিচ থেকে সাটারিং সরে যাওয়ার কারণে সেতুটি ধসে পড়ে।