দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত বুধবার (১৪ জুন) বিকেলে গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই কৃষকের মৃত্যুর ঘটনায় ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সেসময় সময় অভিযান চালিয়ে উজ্জ্বল সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমানে দেশিও অস্ত্র সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জনিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।বুধবার বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় বজলু মালিথার জমিতে সরদার গ্রæপের ফরিদ খাশারুর গরু পাট খেয়ে ফেলে।
এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা করে। সর্দার গ্রুপের লোকজন গুলি করে, কুপিয়ে ও এলোপাথাড়ি মারপিট করে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এতে অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতেরা হলেন উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২)।এব্যাপারে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।