ডেইলি বাংলাদেশ টুডে :- প্রথমবারের মতো বাজার মূলধন পাঁচ লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে ডিএসই’তে। সূচকের অবস্থানও এখন দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি টাকা। বাজার মূলধনের পাশাপাশি ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩৯ পয়েন্ট।
গত ২০শে অক্টোবর ১৫ মাস পর প্রধান ডিএসইতে বাজার মূলধন আবার ৪ লাখ ছাড়িয়ে যায়।
এর আগে, সর্বশেষ ২০১৯ সালের ২৭শে জুন ডিএসইর বাজার মূলধন ৪ লাখ কোটি টাকার ওপরে ছিলো।
সপ্তাহ শেষে ঢাকার পুঁজিবাজারে দৈনিক গড় লেনদেন পৌঁছেছে ১ হাজার ৯০০ কোটি টাকায়।
আর গেল ১০ কার্যদিবসে ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৫০৭ পয়েন্ট বা প্রায় সাড়ে ৯ শতাংশ।