ওসামা-বিন- লাদেন (রাজবাড়ী) প্রতিনিধি:- রাজবাড়ী কালুখালীতে পুলিশের উপস্থিতিতে রবিউল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।
অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির উপস্থিতিতে পুলিশের ওপর হামলাও করে ক্ষুব্ধ এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবারের অভিযোগ- জমি নিয়ে প্রতিবেশি ইলিয়াস খাঁর সাথে রবিউলের বিরোধ ছিল। গত বৃহস্পতিবার রবিউলের সঙ্গে মারামারির ঘটনাও ঘটে। এরপরদিন কালুখালী থানায় রবিউলসহ পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে মামলা করেন ইলিয়াস। রাতে রবিউলকে ধরতে তার বাড়িতে যায় পুলিশ। রবিউল ও তার ভাই নৌকা নিয়ে পালাতে গেলে বিলের মধ্যে তাদের ধরে ফেলে ইলিয়াস ও তার সহযোগীরা। এরপর বিল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে রবিউলকে পানিতে চুবিয়ে মেরেছে ইলিয়াসসহ তার সহযোগীরা।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ সদস্যদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রেখে হামলা চালায়।