ডা. ওমর সিলেট জেলা প্রতিনিধি:- সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে।
বৃহস্পতিবার (৪ ফেবৃয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনের পাশে কায়েস্থগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়।
ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি। এর মধ্যে চারটি বগি ছিটকে গিয়ে লাইনের পাশে পড়ে গেলে ওই এলাকায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনা কবলিত বগি থেকে তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছে শতশত মানুষ।
সিলেট রেলওয়ে কর্মকর্তারা জানান, রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কুলাউড়া রেল স্টেশনের ইঞ্জিনিয়ার টিম। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিকের কাজ শুরু হয়।
বগিগুলো উদ্ধার হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।