বখাটেদের উৎপাত হাতিয়ারঝিলে ৮ দিন যাবৎ অভিযান চালাচ্ছে পুলিশ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার ঘোষ :- সুন্দর সময় কাটাতে বিনোদনপ্রেমী মানুষের অন্যতম পছন্দের স্থান রাজধানীর হাতিরঝিল এলাকা।

হাতিরঝিলেও নেই শান্তি। বেড়েছে বখাটেদের উৎপাত। নগরের সুন্দরতর জায়গাটিতে বেড়াতে এসে উত্ত্যক্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এমন অনেক অভিযোগে গেল ৮ দিন যাবৎ অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে আটক করা হয়েছে তিন শতাধিক বখাটেকে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, যাদের কাছে মাদক জব্দ করা হয়েছে এবং পর্যটকদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক করা হয়েছে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হাতিরঝিল থানার ওসি।অভিযানে এখন পর্যন্ত মাদক ও নিষিদ্ধ বস্তু বহন করার দায়ে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে।

আটকদের অধিকাংশকে থানায় নিয়মিত হাজিরা দেয়ার শর্তে অভিভাবকের কাছে হস্তান্তর করা হলেও যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

অভিযানের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে হাতিরঝিলের পরিবেশ রক্ষায় এই অভিযান চলমান রাখার আহ্বান এখানে আগত দর্শনার্থীদের।

সম্প্রতি এক ব্যক্তির পুলিশের কাছে ভার্চুয়ালি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা শুরু করে হাতিরঝিল থানা পুলিশ।