ঢাকা মহানগর প্রতিনিধি:- পররাষ্ট্রমন্ত্রীররর এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ভারতের সঙ্গে যে রক্তের সম্পর্ক, তা দূষিত রক্ত।রোববার (০৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘খরাকালে পোড়াও, বর্ষাকালে ভাসাও’—বাংলাদেশের ক্ষেত্রে ভারত এ নীতিতে চলার প্রতিবাদ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
শনিবার (০৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক। তাঁর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক। এই রক্ত তো দূষিত রক্ত। এই দূষিত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। তাদের সজ্জন হওয়া দরকার।’তিনি আরও বলেন, ‘ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নাই। এই দূষিত রক্ত থেকে মুক্তি দরকার। প্রতিদিন ভারত সীমান্তে লোক মারছে অথচ আমাদের আওয়াজ নাই। কিন্তু নেপাল সংসদে আইন করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’
ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে আরও বক্তব্য দেন বাসদ নেতা বজলুর রশীদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ।
