মত বাধা আসুক তবুও খাল দখলমুক্ত করবো পিছু হটবে না সিটি কর্পোরেশন: মেয়র আতিক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক স্টাফ রিপোর্টার:- সরকারি-বেসরকারি যে সংস্থাই খাল দখলে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ।


যত বাধাই আসুক না কেন খাল দখলমুক্ত ও পরিষ্কার করা হবে বলেও জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে খাল থেকে উদ্ধার করা বিভিন্ন জিনিসের প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ প্রদর্শনীতে এসে এসব কথা বলেন মেয়র আতিক।

কারও অপেক্ষায় না করে নিজে থেকে এখন থেকে উত্তরের সব খাল উত্তর সিটিই পরিষ্কার করবে বলেও জানান মেয়র। এছাড়া নগরীর খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান থেকে সিটি কর্পোরেশন পিছু হটবে না বলেও জানান আতিকুল ইসলাম।

মেয়র জানান, ৯টি খাল থেকে শতাধিক জাজিম, ২০০ ট্রাক ডাবের খোসা, টিভির খোলস, বালিশ, ভাঙা ফ্রিজ, স্যুটকেস, ভাঙা চেয়ার এবং কমোড উদ্ধার করা হয়েছে।