মন্দির পরিদর্শনের নামে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী একজন অধিপত্যবাদ ও সম্প্রসারণবাদ : জাফরুল্লাহ চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান স্টাফ রিপোর্টার:- স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ভারতের অধিপত্যবাদ ও সম্প্রসারণবাদ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।


বাংলাদেশে মন্দির পরিদর্শনের নামে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্যাম্পিং করতে দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে বিকেলে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী সরকারের সাথে ভারতের চুক্তি হলেও তিনমাসের মধ্যে মুজিব বাহিনী গঠনে প্রবাসী সরকার বিপর্যন্ত হয়ে পরেছিলো বলে এসময় মন্তব্য করেন তিনি।

বিপর্যস্ত অবস্থা থেকে উত্তোরণে যে তিন জন ব্যক্তি ভুমিকা রেখেছিলো তাদের মধ্যে মওদুদ আহমদ একজন জানিয়ে মওদুদ আহমদের মৃত্যুতে তার প্রতি প্রধানমন্ত্রী বা ওবায়দুল কাদেরের শ্রদ্ধা না জানানো লজ্জাজনক মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।

আলেম সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করা উচিৎ বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।

এসময় আওয়ামীলীগ স্বাধীনতার চেতনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।