কামরুজ্জামান সজীব ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ০৯ নাম্বার যাদবপুর ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড মাটিলা ও লেবুতলার নিয়ে গঠিত এই ওয়াড এই গ্রামের রাস্তায় চলাফেরা এর খুব খারাপ অবস্থা।দেখার যেনো এখানে কেও নাই!!
অত্র রাস্তার বেহাল দশা এর ফলে সাধারণ মানুষের দূর্ভোগ শেষ নেই। ০৯ নং যাদবপুর ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড এ মাটিলা মোড় হয়তে লেবুতলার ২ কিলো রাস্তা।
এই গ্রামের বাইরে যাওয়ার একমাত্র পথ বা মাধ্যম হলো এই রাস্থা, ঝড়,বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে সাধারণ জনগণের চলাফেরায় খুব দুর্ভোগ সৃষ্টি হয়। এই গ্রামের ৭০০+পরিবারের বসবাস।
অত্র গ্রামে আছে একটি বি জি বি কোম্পানীর সদর আছে দুই গ্রামে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই গ্রামের কোমল মতি শিশুদের স্কুলে যাওয়া আসার খুব অসুবিধা,
বৃষ্টির সময় রাস্থাটা যেনো ধান ক্ষেতে পরিনত হয়। তাই এলাবাসির দাবি তাদের এই ২ কিলোমিটার রাস্তাটি যদি পাকা অথবা ইটের ছলিং করে দেওয়া যাই তাহলে এলাবাসির দূর্ভোগ একটু হলেও কুমবে।