মানিক কুমার স্টাফ রিপোর্টার:- হেফাজতে ইলামের নেতা মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মাওলানা জুবায়ের আহমেদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি। এছাড়া মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত তিনি। হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে।এছাড়াও ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে। ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।ডিএমপি গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন,’পল্টন এবং মতিঝিলে যে মামলাগুলো হয়েছে সেগুলোর তদন্তে তার নাম এসেছে। আইন-শৃংঙ্খলা ভঙ্গের যে চেষ্টায় তার বিরুদ্ধে মামলা হবে। তারপর রিমান্ড।’এদিকে, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেপ্তার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
