আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কয়েক জায়গায় কারিগরি ত্রুটির কারণে ভোট শুরু হতে দেরি হয়েছে।
এছাড়া ভুল ব্যালট দেয়ার অভিযোগও উঠেছে।নর্থ ক্যারোলাইনার হ্যারিসবার্গের ক্যারাবাস কাউন্টিতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনের ভোটে প্রায় ৫০ জন ভোটারকে ভুল ব্যালট দেয়া হয়েছে বলে ধারণা করছে ক্যাবারাস কাউন্টি বোর্ড অব ইলেকশনস।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে ভোট দেয়া সবাইকে আবারো ভোটকেন্দ্রে যেয়ে সাময়িক ব্যালট পূরণ করে জমা দেয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এদিকে, নর্থ ক্যারোলাইনায় এরই মধ্যে আগাম ভোট গণনা শুরু হয়েছে।
লাইভ টিভি মার্কিন নির্বাচন: কারিগরি ত্রুটি এবং ভুল ব্যালট দেয়ার অভিযোগ বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২০ রাত ০১:৫২মার্কিন নির্বাচন: কারিগরি ত্রুটি এবং ভুল ব্যালট দেয়ার অভিযোগমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
কয়েক জায়গায় কারিগরি ত্রুটির কারণে ভোট শুরু হতে দেরি হয়েছে। এছাড়া ভুল ব্যালট দেয়ার অভিযোগও উঠেছে।নর্থ ক্যারোলাইনার হ্যারিসবার্গের ক্যারাবাস কাউন্টিতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনের ভোটে প্রায় ৫০ জন ভোটারকে ভুল ব্যালট দেয়া হয়েছে বলে ধারণা করছে ক্যাবারাস কাউন্টি বোর্ড অব ইলেকশনস।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে ভোট দেয়া সবাইকে আবারো ভোটকেন্দ্রে যেয়ে সাময়িক ব্যালট পূরণ করে জমা দেয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এদিকে, নর্থ ক্যারোলাইনায় এরই মধ্যে আগাম ভোট গণনা শুরু হয়েছে।
এর আগে, দেশটির রীতি অনুযায়ী মধ্যরাতের পরপরই ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত দিনের সূচনা করেছে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্সভিল নচ।
তাৎক্ষণিকভাবে সেখানকার ফলাফলও ঘোষিত হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ কেন্দ্রে পড়া ৫টি ভোটের সবগুলোই পেয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাননি একটিও। ডিক্সভিল নচের কাছাকাছি মিসফিল্ডেও মধ্যরাতের পরপরই ভোট হয়েছে।
সেখানে ট্রাম্প বাইডেনকে ১৬-৫ ভোটে হারিয়েছেন।এদিকে, সোমবার রাতে হোয়াইট হাউজ কম্পলেক্সের চারপাশে বেয়ে উঠা যায় না এমন এক ধরণের বেড়া স্থাপন করা হয়।
প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন ফলাফল ঘোষণার পর বিক্ষোভ, অস্থিতিশীলতা এবং সশস্ত্র প্রতিবাদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় হোয়াইট হাউজের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করে সিক্রেট সার্ভিস। বেড়া স্থাপন ছাড়াও হোয়াইট হাউজে আড়াইশ ন্যাশনাল গার্ডস মোতায়েন করা হয়।আগামী রবিবার রাত পর্যন্ত এই বেড়া থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস।
এছাড়া হোয়াইট হাউজের আশেপাশের এলাকায় জনসাধারণের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে ম্যাসাচুসেটস, এরিজোনা এবং অগনে মোতায়েনের জন্য ৩ হাজার ৬শ’ ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।