লিটন আমিন খান যুক্তরাষ্ট প্রতিনিধি:- যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার প্রেক্ষাপট তৈরি হচ্ছিল ৬৫ দিন ধরে।
মার্কিন নির্বাচন ঘিরে ভোট কারচুপির ষড়যন্ত্রতত্ত্ব ও অনলাইনে কট্টরপন্থিগুপ গুলোর পর্যবেক্ষণ করলেই তা ধরা পড়ে। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
এতে বলা হয়েছে ষড়যন্ত্রতত্ত্বের বীজ বোনা হয়েছিল নির্বাচনের আগে থেকেই। আর এর যাত্রা শুরু হয় ৩রা নভেম্বর মার্কিন নির্বাচনের রাতেই।
ঐ দিন ভোট গণনা শুরুর পর রাত আড়াইটার দিকে হোয়াইট হাউজের ইস্ট রুমে গিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর এক ঘণ্টা পরই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন নির্বাচনে জয় চুরি করার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা।
ট্রাম্পের এমন অভিযোগে উব্দুব্ধ হয়েই নির্বাচনের ৬৫ দিন পর ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই
“স্টপ দ্য স্টিল” সহ বিভিন্ন অনকলাইন পেজে সহিংসতার নানা বার্তা ছড়ানো হচ্ছিল।