রাজধানীতে বিএনপি ও পুলিশের ধাওয়া-পালটাধাওয়া, গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক মিয়া ঢাকা:- রাজধানী সায়েন্সল্যাবে পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় ইটপাটকেল নিক্ষেপ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। বিএনপির পদযাত্রা ঘিরে আগে থেকেই সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় পুলিশ।

মিছিলটি সেখানে এলে সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চান। এতে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিএনপির কর্মীরা পার্শ্ববর্তী একটি গলি থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয়।

এ সময় তারা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটিতে অগ্নিকাণ্ডের পর পানি নিয়ে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।এ ঘটনায় ধানমন্ডি, সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।