মানিক কুমার স্টাফ রিপোর্টার:- করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করে আত্মসাতের করেছে অর্থ । এই অভিযোগে জেকিজি হেলথকেয়ার এর চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীসহ, ছয়জনকে ৩ দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছে আদালত।এর আগে বৃহস্পতিবার ২০ আগস্ট করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে, ডাক্তার সাবরিনা ও তার স্বামী সিইও সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সারাফুজ্জামান আনসারীর আদালতে দীর্ঘ শুনানি শেষে চারটার দিকে অভিযোগ গঠন করা হয়।

পরে মামলায় ২৭ আগস্ট সাক্ষ্যগ্রহণ ঠিক করে আদালত । ওই দিন থেকেই, মামলার বিচার কার্যক্রম শুরু হয় । অভিযোগ গঠনের পর কাটগড়াই থাকা ডাক্তার সাবরিনা কান্নায় ভেঙ্গে পড়ে, এ সময় নিজেকে নির্দোষ দাবি করে আসামিরা ।অবধি রাষ্ট্রপক্ষ বলেছে প্রমাণ ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে । তার আগে ৯টার দিকে কারাগার থেকে ৮ আসামি নেয়া হয় আদালতে । এ মামলার অন্য আসামিরা হলেন আবু সাঈদ চৌধুরী,তানজিলা শফিকুল ইসলাম রোমিও , বিপুল ও জেবুন্নেছা বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। গত ২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইন হুমায়ুন কোভিদ হিরু আটক করে পুলিশ গ্রুপের লোকজন জড়িত তেজগাঁ থানা পুলিশ এ ঘটনায় তারা প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে বর্তমানে মামলার আসামি কারাগারে রয়েছে।