মানিক ঢাকা জেলা প্রতিনিধি: – করনা পরীক্ষা নিয়ে প্রতারণা করার মামলায় গ্রেফতার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিনজনকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
অপর দুই আসামি হলেন- সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি। আজ ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে রাজধানীর গুলশান থানার মামলায় আসামিদের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন।
রোববার বিকাল থেকে রাত পর্যন্ত র্যাবের অভিযান চলে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযানে অননুমোদিত র্যাপিড টেস্ট কিট দিয়ে অ্যান্টিবডি টেস্টের প্রমাণ মেলে। রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ওঠে হাসপাতালটির বিরুদ্ধে।