অনলাইন ডেস্ক:- গলায় ফাঁস লাগিয়ে নিজ বাড়িতেই সম্প্রতি আত্মহত্যা করেছেন ভারতের ভোজপুরী সিনেমার অভিনেত্রী অনুপমা পাঠক। মৃত্যুর আগে তিনি সুইসাইড নোট রেখে গেছেন।
, যেখানে তিনি তার মৃত্যুর দুটি কারণ বলে গেছেন। সুইসাইড নোটটি পুলিশ তার ঘর থেকে উদ্ধার করেছে।অনুপমার ঘর থেকে উদ্ধার করা সুইসাইড নোটে আত্মহত্যার দুটি কারণ উল্লেখ করা হয়েছে। তিনি লিখেছেন, ‘মনীশ ঝা নামে এক ব্যক্তি আমার দু’চাকার গাড়ি নিয়েছিলেন গত মে মাসে লকডাউনের সময়। আমি তখন নিজের বাড়িতে ছিলাম। তবে যখন ফিরে আসি মনীশ সেটা ফিরিয়ে দিতে অস্বীকার করেন।দ্বিতীয় কারণ হিসেবে অনুপমা পাঠক লিখেছেন, ‘উইসডন প্রোডাকশন কোম্পানিতে আমি আমার বন্ধুর কথায় ২০১৯ সালে ১০ হাজার টাকা বিনিয়োগ করেছিলাম। সেটা ফেরত পাইনি।’
ভারতীয় মিডিয়া পাড়ায় যেন কোনভাবেই মৃত্যু আটকানো যাচ্ছে না। একের পর এক আত্মহত্যা, না হয় মৃত্যু যেন লেগেই আছে।